আশপাশে নাগপাশ, মুমূর্ষ কণ্ঠস্বর
ঘুলঘুলির আলোতেও প্রাণসংহারী অতি বেগুনি রশ্মি
আজগুবি, ভীতিকর অথচ অস্ফুট আওয়াজ শোনা যায়
চারিপাশে - সবখানে
অজস্র চামচিকা, আরশোলা, ইঁদুর, গন্ধমূষিক, ঘুণকীটের বিচরণে
কাটুর-কুটুর, কিচ্-মিচ্ অনবরত শব্দজট ৷


কী হলে যে রিফাত শরীফ বাঁচতে পারতো !
তবুও তাকে ভাগ্যবান মনে হয়, ভিডিওটি ভাইরাল
ডিজিটাল সময় বলে কথা !
কারণ, অসংখ্য চাপাতির কোপ আড়ালে রয়ে যায়
অনেক ধর্ষিতার ক্রন্দন কানে শোনা যায় না
অযুত নির্যাতিতের আহাজারি-শব্দ ওঠে না বাতাসে
গুম, খুন, ক্রসফায়ার অগণিত খবর থাকে অন্ধকার কুঠরিতে ৷


তবে প্রায়ই সূর্যালোকে বেরিয়ে আসে মহত্তম গল্প
মহৎ গল্পতো সম্মুখে আসবেই ... !
ময়লার ভাগাড়ে পাগলীটার সন্তান প্রসবকথন
অতঃপর হাসপাতালে পৌঁছে দেবার মহৎ কাহিনী
অথবা মহানায়ক, মহানায়িকা দ্বারা ন্যায়বিচার পাইয়ে দেবার গল্পটি
ডিজিটাল সময় বলে কথা !


প্রতিবোধনের কিছু নেই, কেউ নেই
এখন কেন যেন নিঃশ্চুপ থাকার সময় !
ওরাই কেবল নিরাপত্তার চাদরে মোড়া
আমজনতায় শুধু অবোধ্য প্রবোধ  .... !
প্রতিবাদে চাপাতি, রামদায়ের কোপ
প্রতিবাদে ধর্ষিতা হতে হয়
মুখে প্রতিবাদের শব্দধ্বনি
দেখ দেখ ! ধেয়ে আসছে সাদা মাইক্রোবাস
ডিজিটাল সময় বলে কথা !


ফিরোজ, মগবাজার, ২৮/০৬/২০১৯