আদালতের হাতে শাবল উঠলে
অনুভূত হয় রায়ের কারিশমা
গাজী-কালু-চম্পাবতীর কিচ্ছা সত্য হয়ে যায়
আদালতের রায়ে হয়তো
মসজিদের স্থলে নির্মিত হবে মন্দির
মুখে মুখে জপমালা কাজে আসে না
নেকড়ের আক্রমনে বদর-পীর কুপোকাত
তুফান-তুফান সেটাও থামে না
তবু রায়ে কী আর ইতিহাস ঢেকে রাখা যায়
স্মৃতির বাঁকে বাঁকে
নরকের ক্ষত হয়ে জ্বালা ধরায়
হয়তো সে ক্ষত হতে অঙ্গে অঙ্গে গ্যাংরিন
অতঃপর একটু একটু ধ্বংস হওয়া


ফিরোজ, মগবাজার, ১৫/১১/২০১৯