কতটি লাশ তোমরা মাটিতে গেড়ে দিবে
কতটি দেহকে তোমরা জীবন্ত মাটি চাপা দিবে
কত লক্ষ টন বোমা ফেলে-
শিশুদের ছিন্নভিন্ন দেহ শূন্যে ভাসিয়ে দিবে
তবুও ওরা থেমে যায় না-
বার বার ফিরে আসে লড়াকু মোজাহিদ
তোমরা শেষ করবে - নতুন করে শুরু হবে
তোমরা ধ্বংস করবে - নতুন করে গড়া হবে
তোমরা পুড়িয়ে দিবে - পোড়া মাংসের গণকবর হতে
স্বাধীনতার ঝাণ্ডা উড়াবে
অবিরাম - ক্রমাগত লড়ে যায় মোজাহিদ
জালিমেরা নিঃশেষ হবেই হবে
জলুমের অবসান হতেই হবে
প্যালেস্টাইন, গাজা, আল আকসা-
ধ্বংস স্তূপ হতে বার বার জেগে ওঠে
বার বার ফিরে আসে বীর মোজাহিদ!
ফিরোজ, মগবাজার, ০৮/০৪/২০২৫