সেই পঁয়তাল্লিশ বছর আগে
একইসাথে একপাশে বিজয় আনন্দে আত্মহারা
অন্যপাশে প্রিয় ভাই, পিতার চিরবিদায়ের খবর
দুঃসহ বেদনার্ত চোখে মহাসমুদ্র কষ্টজল
কত ত্যাগ ! কত রক্ত ! হিসাববিহীন
প্রিয়জনহারা অগণিতের বুকফাটা কান্না
ষোলই ডিসেম্বর, অনেক সাধনায় সাধের বিজয়
অনেক কষ্টে কেনা স্বাধীনতা
সে বিজয়ে খুব বেশি মূল্য দেয়া
বড় বেশি ঋণ সে বিজয়ের কাছে ।


অগণন স্বপ্ন ভঙ্গের ভীড়ে
সময়ের কাছে দিনে দিনে জমেছে অনেক দায়
হয়তো নতুন কোন সময়ে নতুনের ডাকে
কড়ায়-গণ্ডায় শোধাতে হবে এসব ঋণ ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৭/১২/১৬