স্বচ্ছ পানি কিংবা আরশিতে
আপনার বিম্বিত প্রতিকৃতি …

তার সাথে নিয়মিত কথা হতো
এখনও কথা হয়
তবে সময়ের আপেক্ষিকতায়-
কথক এবং কথার রূপের বদল হয়েছে ঢের

বিপরিণামের শুরুটা হামাগুড়ি, তারপর গুটিগুটি পায়ে
একটু একটু এগিয়ে গেলাম অসুস্থ অস্থিরতার পথ ধরে
অতঃপর গতি বেড়ে গেলো
অতিশয় দ্রুতবেগে ক্রমাগত ছুটতে থাকি-
ফিরে যাবার সব পথ ধ্বসিয়ে দিয়ে
মনে হলো বিবেকের সব দ্বার বন্ধ করে-
চলে যাব সপ্ত-আসমান ভেদ করে অতি উচ্চাসনে
কিংবা দিগন্তেরও ওপারে …

অথচ সময় এখন বল্গাবিহীন দিশেহারা ঘোড়ার পিঠ
অবিদ্যমানতার আগ্রাসী হাতে-
পিছনের, সামনের, চলমান সব পথের কবাট আঁটা

স্বচ্ছ পানি কিংবা আরশিতে-
আপনার বিম্বিত প্রতিকৃতি …
এখন আমিই শুধু কথা বলি
আর বিম্বিত প্রতিকৃতির মুখে কেবলই অট্টহাসি …!!!

ফিরোজ, ২৩/১২/২০২১