জনমে জনমে প্রতি ঘাটে ঘাটে পাপ
কালকূট জাল ফেলে কালো হাতে থাবা
দাপটে দাপটে আসে পিশাচিনী শাপ
গুঁটিতে অনেক চাল খেলে চলে দাবা।


প্রেতিনীর নখ বিঁধে ব্যথাহত কাঁধে
কাটে বেলা ব্যথাতুর বেদনা বরণে
কুটিলের প্যাঁচে ফেলে আঁটসাঁট বাঁধে
মমতায় ভরা মাটি থাকে না চরণে।


মর্তের এপারে যদি বাধা পায় ঘর
তারাদের পরে দূর গড়বো বসত
সকলে মিলেও যদি করে দেয় পর
সব ব্যথা ভুলে হব প্রশান্ত সতত।


দিবারাতি মিলেমিশে যাপিত জীবন
সীমানার পারে রবে বিনা ব্যবধান।


ফিরোজ, মগবাজার, ০৭/০৯/২০২৩