বৈশাখ ! তুমি উগ্র বাতাস বহাও
শুকনো পাতা সরিয়ে দিয়ে
নব কিশলয় সজীব করে
সব কদাচার ভেঙে ছারখার
বৈশাখ তুমি, নতুন পৃথিবী গড়ো ।


ক্রুদ্ধ ঝড়ে প্রতাপমহল গুঁড়িয়ে দিয়ে
রক্তের নেশা হটিয়ে দিয়ে
স্বার্থবাদীর হাতগুলোকে ভাঙো
বৈশাখ ! আনো নতুন দিনের আলো ।


কালো মেঘে আকাশ ঢেকে
বিজলী চমকে শব্দ ধমকে
সব জালিমের ভিত কাঁপিয়ে
তৃষিতের বুকে জলের সুধা ঢালো ।


বৈশাখ ! তুমি আকাশ হতে
মাটির পরে, তারার মেলা আনো
ঝরাপাতা মাড়িয়ে গিয়ে
এ ধরার বুকে অমর সুখে
শুদ্ধ সুরে উল্লাসে প্রাণ ঢালো ।


বৈশাখ ! তুমি দুর্বার হয়ে
নিঃশেষ করো ধরণীর যতো কালো ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৮/০৪/২০১৭