আকাশের ছাদ নেমে এলো-
জমিনের একেবারে কাছাকাছি
হাঁটু গেড়ে বসে পড়লাম মাটিতে
ভয়ানক চাপে চাপে ঘাড় ভাঙ্গা ভার
দেহ-সঙ্কুচিত দেয়ালের পাশ
আকাশের কোথাও যে ফাঁক নেই
পাখিটা উড়বে কোথায়?
জমিনের ক্ষেত্রগুলো কাঁটা তারে আঁটা
পা ফেলবো কোথায়?


কাঁটা তারের বেড়া ভেঙ্গে প্রথম পা ফেললাম
পূর্বপুরুষের মাটি, সেখানে একদা বসতের ভিটা ছিল
চোখ ভিজে এলো - জল পড়ে ফোঁটা ফোঁটা
ওরা দেয়াল তুলে দখলে নিয়েছিল …


সেই পা ছিল ক্ষণকালের
কারণ, আমাদের পা-গুলো একটুও স্বাধীন নয়
‘প্যারাগ্লাইডার’ মহা উদ্দীপনার নাম
প্রকাশ্যত প্রতিবাদের উপমা - জবর-দখলের বিরুদ্ধে
শত শত বছরের অবিচার, নিপীড়ন, নিষ্পেষণের বিপক্ষে
জানি ওরা একটুও ছাড়বে না
ক্ষণিকের স্বাধীন পায়ে পায়ে তবুও উজ্জীবিত
আহ! এ নাকের সন্নিকটে মৃত্যুর নিঃশ্বাস-
তবু যদি বন্দী ভাইয়েরা-বোনেরা মুক্ত হয় …!!!


ফিরোজ, মগবাজার, ১০/১০/২০২৩