কত ধারার মিশেল হলে
সাগর তবে বন্ধু বলে
কত দৃষ্টি হবে ফেলতে
এক আকাশের সীমানাতে
যদি একটি কাব্য লিখি
বন্ধু, তুমি পড়বে না?


কোন কথাতে কোন দ্যোতনা
কোন সুরেতে কোন ছলনা
কোন ভাষাতে বিদ্যা মেলে
কোন কথাতে ভাবনা চলে
যদি একটি পঙক্তি বলি
বন্ধু, তুমি বুঝবে না?


কোন ছায়াতে শ্রান্তি পাবো
কোন  মায়াতে তৃপ্ত হবো
কোন গানেতে হৃদয় জুড়ায়
হাওয়ায় হাওয়ায় শীর্ষ চূড়ায়
যদি একটি বৃক্ষ রোপি
বন্ধু, যতন করবে না?


স্নিগ্ধ সকাল রঙিন প্রাণে
আবির মাখা মুগ্ধ ক্ষণে
হেম বীথিকার গুঞ্জরনে
সুর লহরি সঞ্চারণে
যদি লিখি গানের কলি
বন্ধু, তুমি গাইবে না?


ফিরোজ, মগবাজার, ২৪/১০/২০১৮