আর কভু নির্লিপ্ততা নয়
সবখানে গন্ধরাজের শুভ্রতা খুঁজি
গোলাপের কারুকাজে ডুবে যাই নিত্য
কর্মকারের হাপরের হাওয়া
জ্বেলে দেয় আগুন
এ আগুন ধ্বংসের নয়
গড়ে তোলে হাতিয়ার - কর্মঠ হাতিয়ার
সংকোচনে গুটাবো না আর
কৃষকের লাঙ্গলের ফলায় মাটি খুঁড়ে ওলট পালট
কবরের মাটি নয় - বীজের মাটি
করুণার উর্বর ধারা ঢেলে দেয় আকাশ
মাটি ফুঁড়ে ফুঁড়ে নতুন জন্মের উস্ফলন
নতুন শস্যদানা, ফসলের ধুম
চারিদিকে মানুষের ভীড়, প্রকৃতই মানুষ
এক একটি বৃহৎ বৃক্ষ হয়ে উঠা
চঞ্চল শন শন সুমিষ্ট বাতাসে পৃথিবীর উচ্ছ্বাস
নদীর বুকে জীবনের স্রোত
জীবনের তরে জীবন
ভালোবাসায় প্রসারিত ধরণি
ফিরোজ, মগবাজার, ০১/০৫/২০২৫