চোখ হতে দূরে কুয়াশায় ভাসে পাল তোলা এক তরি
এক নীলিমার চোখের ভিতর রঙিন সুতোর জরি
ঘাট হতে ঘাটে দাঁড় বেয়ে চলে তরি বয় মহাভর
নাচে নদী জল জোছনা নিশীথে তারা কাঁদে থরথর।

নদী-স্রোত তোড়ে ভাসতে ভাসতে তরি যায় বহুদূর
মেঘের ছায়ায় লুকানো স্বপন, বাঁশরীর মহাসুর
গহন গহীনে তোলপাড় ওঠে, চোখে ভাসে অভিলাষ
অজানার পথে চলে যায় তরি, রেখেছে দিঘল শ্বাস।

নদী আর তরি একাকার হয়, স্মৃতিমূখ কুয়াশায়
সময়ের ফোঁড়ে সময় হারালো, আধো আলো নিরাশায়
চাঁদের আলোয় ঝিলিমিলি রাত, অগম ধেয়ানে স্মরি
উথাল পাথাল ঢেউ ছল ছল মিলায় দূরের তরি
নিজেকে কেবল সরিয়ে নিলাম আপন বলয় থেকে
আপনাকে আজ বিলিয়ে দিলাম মৌনতায় দিন রেখে।

ফিরোজ, মগবাজার, ০৩/০২/২০২৫