কী রে কিছমত !
ইদানীং একটা বিষয় চোখে পড়েছে
বিশেষ বিশেষ অভিমুখে থু মারিস
কী ব্যাপার, বলতো !


না, মানে কতা, ছার …
আমাগে-তো কোন জোর নেই
বড় গলাও নেই
লিকতিও পারি না
আমরা হলাম দ্যাশ গিরামের আদাড়ে মানুষ
যাগে যিরাম শকতি
তা…ই মনের ঘিন্নাতে থু মারি … ।


ওরা এখন বিশেষ গোষ্ঠীর, তাই না রে … !


‘তস্কর - ওরা’ ভাই ভাই
আমজনতার শান্তি নাই
জনতার খায়, জনতার পরে
জনতার সাথে বেঈমানি করে
ডাণ্ডা হাতে, উর্দি ঘিরে
জনতার ঘাড়ে ডাণ্ডা মারে
এমনিতরো বেইনসাফ
নেই মাফ, নেই মাফ ।


ফিরোজ, মগবাজার, ০১/০১/২০১৯