অসীম আলোয় ঝিলিক দ্যুতি দীঘল নয়ন রেখা
কাজলা দীঘির গহীন তলে থাকতো পরাণ রাখা
বাঁকা চাঁদের সলাজ বদন সোনার প্রলেপ মাখা
রঙের বলয় রঙধনুতে আকাশ হৃদয়ে আঁকা
ভাঙা গড়ার মলিন মলাট খুশির ঝলকে ঢাকা
পাতার কুটির অরূপ রূপে থামতো কালের চাকা
কাব্য কথায় ফুটতো মুকুল ভাসতো ফুলের ঘ্রাণ
স্বপন তপন আপন করা জাগতো বিবশ প্রাণ।


একটি বিনোদিত কারুকাজ কলকলে সরোবর
একটি অবসন্ন অবসর ব্যথা ভরা খেলাঘর।


এক যে শীতের সকাল ছিল মিঠে রোদ মিঠে সুখ
আর সে নরম আলাপে মন ভরা ছিল হাসিমুখ
সেই যে প্রীতিময় প্রীতিডোর আজও তা গীতিময়
সেথায় কালের কলম দিয়ে লিখে নেয়া স্মৃতিময়।


ফিরোজ, মগবাজার, ৩১/১২/২০২১