শরতের শুভ্রতার মেঘ ছুঁয়ে একদিন
ঝিরঝিরে ভেজা ভেজা হাওয়া এলো বারান্দায়
নরম স্পর্শে উৎফুল্ল, ভেসে গেল দেহ-মন
একটি খোলামেলা সবুজ ঝুল-বারান্দায়
একটি গন্ধরাজের সাদা ফুল অভিবাদন জানালো
ভালোবেসে আলিঙ্গন করল-
নানা বর্ণের সূর্য গোলাপ - লাল, হলুদ, গোলাপি, সাদা
দু-ঠোঁটের মোহমুগ্ধ আলতো হাসির মাধুরী ছড়িয়ে-
নীল বুকে অপরাজিতা বেদনা লুকালো
হেলে দুলে পাথরকুচি, তুলসী, পাতাবাহার, রজনীগন্ধা
কালো গোলাপ, চন্দ্রমল্লিকা, হাসনাহেনা
বিবিধ লতা-গুল্মের
বাহারি অভ্যর্থনায় ভিজে গেলাম


অকৃপণ উদার এক সবুজ ঝুল-বারান্দা হতে
দৃষ্টি নেমে গেল সম্মুখের পিচঢালা পথে
গতিময় যন্ত্রযানের শব্দজটে মহাব্যস্ত রাজপথ
হঠাৎ ঝাপটা দিল মুখে - সিসাযুক্ত দুর্বিনেয় দূষিত বাতাস
আয়েশি ভঙ্গিতে ব্যঙ্গ করে নগর সভ্যতা
নির্দয় হাতে নিষ্পেষিত সবুজ অরণ্য
বৃক্ষরা বৃক্ষ নেই, বৈদ্যুতিক থামে বৃক্ষের স্বরূপ
অজস্র প্রাণহীন অন্তরিত তার
লতা-গুল্ম হয়ে জাপটে ধরে আছে থামে
পিচঢালা পথে-
আদমের সন্তানেরাও নির্জীব-যন্ত্রমানব


নিয়ন বাতির আলোয় আলোয়-
ফিকে হলো একটি সবুজ ঝুল-বারান্দা
দূষণে দূষণে অনুদার - অপ্রশস্ত
সহস্র ঝকমকে বিলবোর্ডের কৃত্রিম আলোতেও-
নগরের সভ্যতা নিষ্প্রাণ - বিবর্ণ
ইট, কাঠ, পাথরে কেবল গুমরে গুমরে কাঁদে মানবতা
একটি সবুজ ঝুল-বারান্দা হতে-
একদিন হারিয়ে গেল
শুভ্রতার মেঘ ছুঁয়ে দেয়া গন্ধরাজের সাদা হাসি …!!!


ফিরোজ, মগবাজার, ২৭/০৮/২০২৩



On A Green Swing Balcony


                             By Md. Feroj Hoshen, Moghbazar, 27/08/2023


One day in Autumn, touching the clouds of whiteness
A gentle wet breeze came to the balcony
Bloomed by the soft touch, the body and mind were floated away
On an open green swing balcony
A white gardenia bowed
The sun-roses of different colors - red, yellow, pink, white, hugged with love
Spreading the loveliness of illude sweet smile of two lips-
Blue Pea hided the agony in the blue chest
The flowers were dangling - the Air Plant, Holy Basil, Crotons, Tuberose,
Black Rose, Chrysanthemum, Night Blooming Jasmin
Got soaked in the showy and warm welcome
Of various Herbs


From the open-handed generous green swing balcony
The eyes went down to the asphalt path ahead
The highway was very busy with jumble-noise of speeding vehicles
The defiant polluted air with lead suddenly flapped to the face
In a relaxed style, the built-up civilization mocked
The green forest was crushed by the cruel hands
Trees were not trees, electric poles were like trees
As the vine-bush, thousands and thousands-
Lifeless covered wires clasped the poles
On the asphalt path-
Adam's children were also frigid-automaton


In the neon light and light-
A green swing-balcony was faded
Became niggard and narrow by pollutions
Even in the thousands glittering billboards - the artificial light
The city’s civilization was lifeless - distressed
Only the humanity was weeping in the bricks, wood, stones
One day from a green swing balcony-
The white smile of gardenia, touching the clouds of whiteness
Was lost ... !!!