জাগতিক কোলাহলে পান করো হলাহল
সদা তাই থেকে যায় বেখবর,
তরঙ্গে দুলে দুলে ভাঙা তরি ডুবে যায়
আঁধারে ঢাকে, হয় নাকো ভোর।
চারদিকে ছোটাছুটি, আর শুধু হাহাকার
পেয়েও রয়ে যায় অধরা,
অবারিত আকাশের নেই কোন সীমানা
নেই ঘাট, নেই তার কিনারা।
কেন তবে কড়া নাড়ো দ্বারে দ্বারে বারেবার
ফিরে দেখো আপনার অন্তর,
মনের সাগরে দেখো ঢেউ নেই, শান্ত-নীরব
জেগে ওঠে আত্মার বন্দর।
আমি বলে কি আছে? নিজের মধ্যে দেখো
শূন্যতা, সে এক তেপান্তরের মাঠ,
কখনো পাথর পাহাড়, কখনো প্রাণের নদী
দিয়ে যায় কেবলই অমূল্য পাঠ।
যদি পোড়ে অন্তর আলোকনের আলোকে
খুঁজে পায় আপনার কন্দর,
ক্বলব-নফসের কালি মুছে, প্রশান্ত আত্মা
হয়ে যায় সুশোভিত সুন্দর।
ফিরোজ, মগবাজার, ০৪/০৫/২০২৫