সভ্যতা এগিয়ে যায়, মানুষও এগোয়
প্রত্যেকেই এগিয়ে যাচ্ছে
পিছনে পড়ে আছি আমি, কেবলই একা ।


টুপটাপ বৃষ্টির ফোটা, রসালো আলগা মাটি
আরেকটু ভিজে গিয়ে মোলায়েম কাদা
যেমন মন চায় গড়তে চেয়েছিলাম
গড়াপেটার আতিশয্যে বেখাপ্পা গঠন
জীবাশ্ম কয়লার আগুনে পুড়ে টনটনে শক্ত
পাল্টাতে গেলে কাঠামো ভেঙ্গে যাবে
বাধ্যতার মালাতে নিবৃত প্রচেষ্টা ।


কালের যাত্রাপথ অতিশয় দুরন্ত, ক্রমাগত দৌড়ায়
গতিহীনতায় আমার পশ্চাতে রয়ে যাওয়া
চিন্তনের অবারিত প্রাঙ্গণে ঘনীভূত যন্ত্রণা
কল্পনার চক্ষুতে একটিই দৃশ্য
মায়ের হাতে হাতপাখা অবিরত নড়তে থাকে
এখন অমূল্য মূল্য হাতে গোধূলি লগন ।


ফিরোজ, দিলকুশা, ১৮/০২/২০১৯