বাতাসের বৃত্ত ক্রমেই ঊর্ধ্বে উঠছে
শুষ্ক মাটির ধূলিকণা, শুকনো পাতা
বাদাম খেয়ে ফেলে দেয়া কাগজের ঠোঙা
ময়নার কুড়িয়ে পাওয়া খেলনা-পুতুলটাও
বৃত্তের ভ্রমণের সঙ্গী
লাউ গাছের কচি ডগা মাচা হতে নুয়ে পড়ে
জমিনের স্পর্শ খোঁজে ।


ক্রমেই দীর্ঘ হয় বাতাসের বৃত্ত, ব্যাপ্তি বাড়ে
ভয়ঙ্কর শক্তির গতি বাড়ে, বাড়তেই থাকে
উড়ে যায় শেফালীদের চালাঘর
পুরোনো রাস্তার শতবর্ষী আমগাছটাও
দুমড়ে মুচড়ে শিকড়সমেত উপড়ে পড়ে
পাখা দুলিয়ে আকাশে ওড়ে ঘরের চালের টিন
টিউবওয়েল মাটির বিশ হাত উপরে
বাবু বোসদের ভাঙা দালানের জরাজীর্ণ দেয়াল
হুড়মুড় ভেঙ্গে পড়ার প্রচণ্ড শব্দ ।


ঘর ভাঙে, গোয়াল ভাঙে, গাছ ভাঙে
লণ্ডভণ্ড ফসলের ক্ষেত
মিয়া বাড়ির বারান্দায় ধলা দাদুর শুয়ে থাকার চৌকিটাও
উল্টে পড়ে আছে সরিষা ক্ষেতে
স্কুলের মাঠটিতে
শ্রেণীকক্ষের ভাঙাচোরা বিক্ষিপ্ত ব্ল্যাকবোর্ড, বেঞ্চ
বৃত্তের চলার পথটিতে বুলডোজার চালনার নিদর্শন
কুঁড়েঘরের চিহ্ন যেখানে
মুখ থুবড়ে পড়ে আছে ময়না ও ময়নার মা ।


মাটি আঁকড়ে বেঁচে থাকার প্রত্যয়ী সংগ্রাম
তারা আবার নতুনভাবে শুরু করে
দুচোখে নতুন স্বপ্ন
মুছে ফেলে দীর্ঘনিঃশ্বাসের পথরেখা ।


ফিরোজ, মগবাজার, ১৮/০২/২০১৯