(১) নীরবতা


(ক)
স্বতস্ফূর্ত নীরবতা
মন চায়, ভাষা নাই
নীরবতায় সম্মতি …


(খ)
হিংসালু নীরবতা
তোমার সাথে আড়ি
দেখতে না পারি
তোমার ঘাড় মটকালে
ভীষণ ফুর্তি
মন আনন্দে নীরবতা …


(গ)
স্বার্থপর নীরবতা
তোমার পিঠে পড়লে আঘাত
আমার কাজে নেইতো ব্যাঘাত
পিঠে আঘাত জুলুম হলেও
কিন্তু আমার নীরবতা …



(২) সীমালঙ্ঘন


নিয়মের অবিবেচক আতিশয্যে
আচম্বিত আত্মহনন
ঘটনার অতিরিক্ত প্রতিক্রিয়ায়
কলুষতার ভাগাড়ে নিক্ষেপ
আমিত্বের চরম নির্মোহ নির্লিপ্ততায়
বৈরাগ্যে জীবনের সমর্পণ
চরমপন্থায় সমাধান খুঁজলে
সমস্যার বহুজানালা খোলা হয় ।



(৩) উজবুক


পণ করেছে
সঙ ধরেছে
ভাঙবে মাথায় বেল ।


দখল করা
আসল তারা
দেখবে কেমন খেল ।


ফুলের গুচ্ছ
ময়ূর পুচ্ছ
চটকে মালিশ তেল ।


ফেললো কদম
বুক্ক আদম
ঢালছে মাথায় ঘোল ।


ফিরোজ, মগবাজার/দিলকুশা, ফেব্রুয়ারী-২০১৯