চেতনা লাগবে, চেতনা ...
চেতনার ঝাঁপি তুলে অবিরাম ছুটতে থাকা
চেতনা লাগবে, অনুভবের চেতনা ?
শহর, নগর, বন্দর, গ্রাম, গঞ্জ, মাঠ-ঘাট
প্রতিটি অলিতে গলিতে ক্রমাগত পদস্পর্শ
গেয়ে ওঠে গান - চেতনা লাগবে, চেতনা …


নবীন, নতুন কুঁড়ি ফুল হাতে উৎসুক অপেক্ষায়
ফুলের বিনিময়ে চেতনার রঙে রাঙাবে মন ।


ঝাঁপি খুলে দেখে চেতনার প্রকোষ্ঠগুলো চেতনাশূন্য
সেখানে ছাই আর পচা কাদার মিশেলে
পড়ে আছে দলা পাকানো অদ্ভুত ককটেল
বাহারি হরেক রঙ আর রঙতুলির আঁচড়ে
আজব রূপ তার, হতাশার দীর্ঘশ্বাস
হায় ! মন রাঙাবে কী …
চেতনা নিজেই আজ অদ্ভুত সাজে রঙিন !


ফিরোজ, দৈনিক বাংলার মোড়, ০৭/১০/২০১৮