আকুলতা এবং বিস্ফোরণের বর্গক্ষেত্র
পরিশ্রম ও পরিশ্রান্তের রক্তপাত,
এই ভেজাল দুনিয়ায়
সকল বৃত্ত ও সীমাবদ্ধতা থেকে সকল নির্ধারক ও সীমানা স্থিরকৃত


সৌন্দর্যকে টান দেই আমি কদর্যতা থেকে
ছুটে যাই সম্ভাবনার দুয়ারে
প্রলুব্ধকর গ্রন্থিতে সক্ষমতা ছুড়ে ফেলা হয়


কিছুই নই আমি, কেবল কবর খুঁড়ি
পরিত্যক্ত হয় মৃতরা
প্রিয়জনদের গহীন হৃদয়ের অন্তরালে,
যারা এখনও মরেনি
প্রহরার দৃষ্টিপাতে তারা বিবর্ণ হয়ে পড়ে


একটি দুঃস্বপ্নের শেষ হলে
একটি দুঃস্বপ্নের শুরু হবে


(সুদানের জনপ্রিয় কবি আল-সাদ্দিক আল-রাদ্দী-এর কবিতার ইংরেজি অনুবাদ ‘Someone’ অবলম্বনে)


ফিরোজ, দিলকুশা, ০৫/১০/২০২০