খোকন সোনা আয়না দেখে
    বায়না ধরে মাকে
  ওপারের ঐ ছোট্ট বাবু
   কেমন করে থাকে?


মুচকি হেসে মা বলে তার
    করছো তুমি ভুলটা
সে মানুষ নয় কাচের ভিতর
   তোমার মুখের উল্টা৷


রাতের বেলা খোকন সোনার
    অবাক চোখে লক্ষ্য
দূর আকাশে কেমন করে
   তারায় তারায় সখ্য?


জোছনা রাতে চাঁদের বুকে
     চাঁদের বুড়ি খুকি
কোন আলোতে চাঁদ মামাটা
    মারছে উঁকিঝুঁকি?


ভোর হলে তার বায়না বাড়ে
    আঁটছে ভারী ফন্দি
ঘাসের উপর শিশির হবে
    আলোর সাথে সন্ধি৷


ভোরের হাওয়া আসবে দুলে
     গাইবে পাখি ছন্দ
ফুলের বাগান মন ভুলাবে
     ফুলের কত গন্ধ৷


  মামনিটার হাতটি ধরে
    চলবে পথের বাঁকে
সব পাখিরা ধানের ক্ষেতে
   আসবে ঝাঁকে ঝাঁকে৷


  আম্মু সোনা মামনিটা
   একটি কথা বলবো
সাধ জাগে মা উদোম পায়ে
   নদীর পাড়ে চলবো৷


ফিরোজ, মগবাজার, ১১/০৯/২০২৩