অতিমানব আজ ভর করেছে কবিতায়
মানবতার ধার ধারে না তাই ।


এ কী বন্ধু, বিষণ্ণ কেনো বদন !
পথ হারানো পথে বুঝি দিন চলেছে ?
সোঁদামাটির গন্ধবিহীন, প্রাণ-প্রাণের স্পর্শহীন
হাতল ছাড়া হাতিয়ার
উচ্চমার্গের বয়স্ক সে কবিতা আজ, মাত্র সাতচল্লিশ শীত
তেজ হারানো জীর্ণ-শীর্ণ অনুভূতিহীন
বেহিসাবী মুসাবিদায় বল্গাহারা
মানবিকতা আড়ালে লুকিয়ে কাঁদে
অসংগত ভুজে চতুষ্কোণে জয়-পরাজয় মঞ্চনাটক ।


বেলা বয়েছে, সময়ের চাতকচোখ তাকিয়ে রয়
একটি কবিতায় যখন অতিমানবের ভর
নতুন কোনো কবিতা জন্মে নতুন কোনো কোণ হতে
নিরাশার ক্লান্তি মুছে শব্দে-বর্ণে বারুদ জমা
পদে পদে তৈরি হওয়া ক্ষুব্ধ বোমা
সে বোমা সহসা ফাটবে, ফাটতেই হবে !


ফিরোজ, মগবাজার, ১৯/০৩/২০১৮