কল্পনঘোরে নিমগ্ন হয়ে পৌঁছে গেলাম
চেতনার গভীরে স্বপ্নের পৃথিবীতে
জলাধারের কাছাকাছি ঝুঁকে পড়া
হিজল ডালের প্রশান্তি নিঃশ্বাস
সেখানে নেই কোন মা-বোমা, বাবা-বোমা
নেই কোন পরমাণু বোমা
এমন কি নেই কোন মারণাস্ত্র স্বপ্নের ধরণীতে
তরতাজা ক্রুদ্ধতাও নেই সেখানে
মৌমাছি শৃঙ্খলায় ফুল হতে মোম আহরণ
মধু-মক্ষিকা শিল্পকর্মে মধু সঞ্চয়
বিচারাসন পাতা সোলায়মানী প্রজ্ঞায়
প্রেমের বাঁশরীর সুরে প্রতি প্রান্তে
ছড়িয়ে পড়া ভালবাসা-শান্তির নির্যাস
অতঃপর একটি হৃষ্ট মাছ লাফ দিয়ে
উপরের বায়ু স্পর্শ করে
আবার ডুবে যায় স্বচ্ছ জলাধারে
হিজল পাতা
ক্ষরিত সাদা রক্তে হয়ে পড়ে কাতর
মগ্ন ঘোর ভেঙে দেখি শুয়ে আছি বিছানায় ।


ফিরোজ, দিলকুশা, ১৬/০৪/২০১৭