জনতাকে মনে করো মহা বড় বোকা
কথায় কথায় তাই দিয়ে গেলে ধোঁকা
দিন যায় রাত যায় সবে মুখ বুজে
প্রতি পদে বাঁধা পড়ে মাথা হাঁটুভাঁজে ।


জনতার কাঁধে কাঁধে মহা বড় বোঝা
চাইলেও ছেড়ে আসা হয় নাতো সোজা
নিকটের মন্দ স্মৃতি শুধু খেলা করে
ফুঁসে আছে প্রতিঘাত প্রতি ঘরে ঘরে ।


এখন বলছো তুমি ছিল সব ঠিক
সামনে রাখবে তুমি দেখে সব দিক
নিত্য নতুন কলায় মধু মধু বোল
চারিদিকে শোনা যায় শুধু শোরগোল ।


যদি না আগের কথা দেখা যায় কাজে
মওসুমি সুবচন মরে তবে লাজে ।


ফিরোজ, মগবাজার, ৩১/০১/২০২০