আমাদের কথা ছিল
ঘরের সাথে ঘর
ঘরে ঘরে প্রতিবেশী
ভাইয়ে হাত ধর ।

সময়ের ধারাপাত
নদী বহমান
স্রোতেরও মুখরতা
বোধে চলমান ।

আমাদের কথা ছিল
স্রোতে অবিরল
নির্ঝরের বুকে বাঁধ
বালু ভরা তল ।

হেঁয়ালিতে কথামালা
নড়বড়ে ঘর
দিকভোলা প্রতিবেশী
ভাই হলো পর ।

কথাগুলো ইতিহাসে
ভুলে গেল সবে
বাঁক ফিরে মুখে মুখে
হাসি দিবে কবে ?

ফিরোজ, মগবাজার, ২১/০৮/২০১৯