জাগতে চাইনা
তবু জেগে উঠি মধ্য রাতের দুঃস্বপ্নে
পৃথিবীর কোলাহল যখন নিশ্চুপ-নিস্তব্ধ


এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের নিয়ত তাড়া
জ্বলে ওঠে ভয়াল অগ্নি-দাবানল
প্রতি কর্ণে বাজে রুদ্র শব্দের হলাহল
রক্ত খেলা হিংস্র শার্দূল-হায়েনার
যুদ্ধক্ষেত্র
ত্রাসে কাঁপে নিরীহ হরিণের
চঞ্চল আঁখিগুলো
শেলের আঘাতে
পাঁজর ভাঙ্গা শিশুর ছটফটানি
পানি - পানি অসহায় আর্তনাদ
অন্ন নিয়ে খেলা, রক্ত নিয়ে খেলা
বিভীষিকা!
অমানুষের বীভৎসতা!
কেউ আঘাত হানে সভ্যতার আড়ালে
সমক্ষে কারো হাত ভয়ানক নৃশংস
কেন এত হিংস্রতা, খুন, এত মৃত্যু?
কার স্বার্থে এ ক্ষয়, এ যুদ্ধ?
যেন মানবতার বিপর্যয়ে
একযোগে-সম্মিলিত ধ্বংসযজ্ঞের আয়োজন।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৯/০২/২০১৬