(১)
হেসেছিলাম আমরা
ওহ, কতই না নির্বোধ ছিল সে হাসি!
রোদন করো পৃথিবীবাসী, কখনই থেমো না
কালের হেঁয়ালি খেয়ালে কাঁচের মতো চূর্ণ হতে হয়
আর কখনই তা এককখণ্ডে নবরূপে পুনর্গঠিত হয় না।


(২)
মৃত্যুর পরেও যদি দেহটির আকৃতি ঠিক থাকে
সেটি আবার বেঁচে উঠবে আশা করা যায়
ঠিক একটি মদশূন্য বোতলের মতো
যতক্ষণ সেটি অটুট থাকে, পুনরায় ভরা যায়
তবে এর সকল অংশ অসমাপ্ত ও রূপান্তরিত
বাতাসে ধূলিকণা বিক্ষেপ করে মাত্র।


(প্রাচীন আরবিয় ক্লাসিক কবি “আবু আল আলা আল মারারির” (৯৭৩-১০৫৭) এর কবিতার ইংরেজি অনুবাদ “Death and Belief” অবলম্বনে।)


ফিরোজ, দিলকুশা, ২০/০৯/২০২০