নারকেল পাতায় বয়ে যায় বাতাসের শিষ
বিহ্বল চোখের জড়তা ভেঙে আপ্লুত হয় সহসা
পরক্ষণেই আচ্ছন্নতায় মুর্ছা যায়
উলুঘ খান জাহান আলীর খলিফাতাবাদ
ঐতিহ্যের শেকড় হারিয়ে এখন অতি দুর্বল নার্ভগুলো
ষাটগম্বুজে আযানের ধ্বনি
কানে কানে কম্পিত হাঁক
ঝটকা হাওয়ায় ঢেউ ওঠে ভৈরবের বুকে
মুহূর্তেই সেও ম্রিয়মাণ-নিস্তেজ
হেঁয়ালি কথার মগ্নতায় তেজ হারানো নিরবতা
সলোভস্কি শ্রমশিবিরের সেই চৌদ্দ বছরের কিশোর-
খলিফাতাবাদ কেবলই খোঁজে তাঁকে, খুঁজতেই থাকে ।


আহারে অকুতোভয় মুজাহিদের উত্তরসূরি পুরুষ … !
আহারে সপ্তগাঁওয়ের মাটি ! কোথায় সেই পতাকা
কোথায় সেই বিপ্লবী কণ্ঠের উত্তুঙ্গ আহ্বান
কোথায় সেই দৃঢ়চেতা গান
কোথায় আজ সময়ের শ্রেষ্ঠ অকম্পিত প্রতিশ্রুতি … !


ফিরোজ, মগবাজার, ৩০/০৮/২০১৯