অপবাদে জ্বলেছি আর পুড়েছি বারংবার
তবে যে নিন্দা আমার মুক্তির পারাবার
এমন আরোপিত বদনাম
বড়ই অনুপম মনোহর …


এমন পোশাক পরেছি
যে বেশ-এ মানুষ চিনে না আমাকে
তবে আমি জানি, আমি কে
এ পোশাক আমার তরে ভারী পছন্দের উপহার …


সব হারিয়ে পরিচয়হীন হলাম
আর পরিচয় ছাড়া চিহ্ন নেই আমার
অবিচলতা আর সবরে আনে প্রজ্ঞা
কিছু না থাকাটা, অপরূপ এক সুন্দর …


ফিরোজ, মগবাজার, ১২/০৫/২০২২