ঝলমল দীপ্ত সারা দিন পর
ক্লান্ত শ্রান্ত দেহ অলস এলিয়ে
আঁধারে নিদ্রিত নিশীথ
পূর্ণেন্দু ডানা মেলে গগনে
স্নিগ্ধ অবয়ব, আলোকিত ধরণী
মমতার পরশ, উদ্ভাসিত ধরিত্রী ।


আদিত্য মেলে আঁখি
অরুণ কিরণে ঘুম ভাঙ্গে নিশীথের
রাত্রির অবসান
জেগে ওঠে কলরবে ভোর
ভানুকরে উজ্জ্বল অপরূপ পৃথিবী
রাত দিন অবিরাম গতিশীল
অনবরত বৃত্তে ।


হে দুঃখতাপিত প্রাণ !
দেখো, বেদনার মাঝে বার্ত‍া বহে সুখ
দুঃখের পর সুখ, সুখদুঃখ সহোদর
ক্রমাগত বহমান, নিরন্তর চক্রে ।


ফিরোজ, ঢাকা, ০২/১১/১৯৯৮