ফুল ফোটে না নেইতো এখন
সূর্যালোকের আলো
               গরল আঁধার পুষ্পবীথি
               নেই মোটেও ভালো
আজকে কেনো ফুলকলিদের
বুকের মধ্যে ব্যথা
               তোমার মুখে এখন কেনো
               চন্দ্রালোকের কথা ?


হৃদয়হারা জীবন যদি
জীবন তবে ভুল
               শক্তি-বলে বিরস যাপন
               না পায় খুঁজে কূল
মরুর বুকে শুষ্ক হাওয়া
চোখেও নেই জল
               দম্ভভরে অন্ধ হওয়া
               পায় না কোন তল ।


চলন তোমার যে পথ ধরে
সে পথ বড়ই মন্দ
               শেষ হবে না মনের নিশি
               বাড়বে কেবল দ্বন্দ ।


ফিরোজ, মগবাজার, ২২/০১/২০২০