ঐ আকাশের সাদা মেঘের মালিকের কাছে
মিনতি করেছি বারেবার
ভিজিয়ে দাও পরিশুদ্ধ বৃষ্টির পানিতে
কারণ, এখানে এখন নগর জঙ্গল
এখন এখানে-
সভ্যতার পাটাতনে বন্য হিংস্রতার ছায়া
শকুনের চোখের ভিতর ডুবন্ত নিবুনিবু চেতনা
সদাশয় মুখোশের আবডালে কিলবিল দূষিত ঘৃণার কীট
সভ্যতার তারকারা অব্যাহত দুর্গন্ধ ছড়ায়।


নিশাচর অবিরত পথ চলে অন্ধকারে
ঠাই পায় না বিশ্বাসীর বিশ্বাস
ভাবে গদগদ, অতিশয় তেজ, ফুলে ওঠা ছিনা
এখানে এখন ভয়ানক নিস্পৃহ স্থবির বিনির্মাণ।


নগরের কুশীলবগণ …!
- তাদের কাছে হেরে যেতে হয়
হেরে গেছে জঙ্গলের বিষকাঁটা বৃক্ষ
হেরে গেছে স্বেচ্ছাচারী জন্তু-জানোয়ার
এখন এখানে নগর জঙ্গল
ঐ মহাসমুদ্রের মহান মালিকের কাছে
আর্তি জানিয়েছি বহুবার-
তুফানে-তুফানে, তীব্র স্রোতে ধুয়ে মুছে সাফ হোক
নয়া আলোকিত সূর্যের উছলি হাসিতে ভরে যাক।


এখানে এখন এ নগর হতে কদর্য বিষকাঁটা বিলুপ্ত হোক
মুছে যাক অভিশপ্ত জঙ্গলের কালো ছায়া।


ফিরোজ, মগবাজার, ১৬/০২/২০২৪