অবাক চোখে অবাক দেখে
দিল হারালো বল
এ জনমে আর দেখিনি
এমন আজব ছল !


অন্ধ চোখে জোয়ার দেখো
ভাটা নদীর বুকে
হলুদ পাতায় সবুজ খোঁজো
তেলের গন্ধ শুঁকে ৷


জনমতের থোড়াই কেয়ার
বেড়ায় গিলে খেত
উর্দিধারী ভোজন রসিক
পিঠে মারে বেত ৷


হেথায় হোথায় চারিদিকে
আসতে থাকে নালিশ
দফায় রফা জিডিপি-এর
অংশ হলো বালিশ ৷


মুর্খ জনে শীর্ষে বসে
বিঁধায় কাঁটাতার
পা দুলিয়ে কুরসি বয়ান
গলায় হিরার হার ৷


অবাক চোখে অবাক দেখে
দিল হারালো বল
এ জনমে আর দেখিনি
এমন আজব ছল !


ফিরোজ, মগবাজার, ১৮/০৬/২০১৯, সকাল ৮.৪৫