চুপ থাকলে যায় মান, কথা বললে যায় প্রাণ
দু'মেরুর এক মেরু বধির, মান হারানো মুক
ইতিহাস ভুলে গেলে, শ্রুতিগুলো বিপথে গেলে
অনুভূতি ভোতা হয়, নির্বোধের অনুভূতি শূন্য
মোহময় মেয়াদি স্বার্থে পথ হারানো উন্মাদ
পিটিয়ে প্রাণ কেড়ে ধন্য করে জাতির মনন
দেবতায় উপহার-অঞ্জলি আবরারের প্রাণ
নির্বিরোধ অবারিত রেখা এঁকে
যা আছে উজাড় করে দিয়ে দাও
গেড়ে বসো স্কন্ধে স্কন্ধে - দেশ ও দশের
রক্তলোলুপ জোঁক হয়ে শুষে নাও নির্যাসটুকু
লুব্ধক লকলকে জিহ্বা মেলে
নির্যাসের চিহ্ন খোঁজো, শেষ চিহ্নও ... !


ফিরোজ, মগবাজার, ০৮/১০/২০১৯