মই ভেঙ্গেছে মাঠে, কুকীর্তির সোপান
ছলনার মশাল জ্বলে, সে আলোকে
প্রতিপক্ষের বাধ্যগত পথ চলা
রাজ-ডাকাতের স্বেচ্ছাচারী, হোলি খেলে দুরাচার
আগামীর আগমনে এসব দৃষ্টান্তহীন স্মৃতি হবে
বিজয়ীর স্ফূর্তি বাড়ে নিরঙ্কুশ ঢেউয়ে
লজ্জাহীন দন্ত প্রসারিত, দু-ঠোঁটে একহাত শূন্যতা
গা-গতরে ভারী পরিপুষ্ট চর্বি
হাতের স্পর্ধা আকাশ ছুঁই ছুঁই
ক্রমাগত প্রসারমান ঘাড়ের দৈর্ঘ্য
চমক-ঔজ্জ্বল্যে কৃত্রিমতার ভাগাড়
বিবেক হারিয়েছে নামজাদা ওরা
বুদ্ধি বেচে টিকে আছে শতবিধ চেতনায়
রাজ-ডাকাতের গতরে পরাবে শুদ্ধতার খোলস
বিবিধ আয়োজন, উপঢৌকন, প্রলেপ দিয়ে
অপযুক্তির উপদেশ, অশুদ্ধ ইনটেলেক্চুয়াল বয়ানে ।


ফিরোজ, দিলকুশা, ০৩/০১/২০১৯