একদিন হঠাৎ-
আকাশের সূর্যটা দপ করে নিভে গেলো
গাঢ় অন্ধকারে ধুম বৃষ্টি
একটি শতবর্ষী আশ্রয়ের বৃক্ষ ছিল-
সে যে কোথায় হারিয়ে গেলো!
একাকী পথ চলতে চলতে-
অন্ধকারে হাঁটতে হাঁটতে দেহাঙ্গ ক্ষতবিক্ষত
ক্রমাগত হাড়ভাঙ্গা কষ্টের স্তূপে-
একদিন গড়ে ওঠে বেদনার পাহাড়
পাহাড়টির দুচোখে জল
সে জলের ফোঁটায় ফোঁটায় ভিজে যায় বুক
পাহাড়টির বুক হতে বয়ে চলে ঝর্ণাধারা
ঝর্ণার দুপাশে এখন-
সজীব সবুজ অরণ্যের প্রাচুর্য, চঞ্চল প্রাণের কলরব
তবুও নির্জনতা ভালোবাসে পাহাড়টি
আর সে পাহাড়টির-
বুক হতে ক্রমাগত বয়ে চলে ঝর্ণাধারা …।


ফিরোজ, মগবাজার, ২৬/০৩/২০২৪