সময়ের সরল পথে
রেখে আসা উৎসব “ঈদ-উল-ফিতর”
স্মৃতিকাতরতায় জড়ানো আহ্লাদিত আবেগ
দু-কদম সম্মুখে এগিয়ে গেলাম
জলে ভরা দুটি চোখ, দু-ঠোঁটের
শেষ কথা ‘এসো …’
আর ইঙ্গিতে বলেছিল - অপেক্ষায় থাকবো


সুদূর প্রবাসে - স্বপ্নের স্ক্রিনে
বারবার ভেসে ওঠে
সেই দুটি ব্যথাতুর চোখ
আর ঈষৎ কম্পিত ব্যাকুলিত মুখ


তোমার টলোমলো চোখদুটি-
প্রবাসে আমার শক্তি ও সঞ্জীবন
তোমার অপেক্ষারত আধুত বিচলিত মুখ-
প্রবাসে আমার প্রেরণা


ফিরোজ, মগবাজার, ০৯/০৫/২০২২