তোমরা কারা, কোমরে গামছা বেঁধে নেমেছো
যে টুকুন সামর্থ্য-সক্ষমতা
গ্রাস করে ঝোলায় ভরছো
অথচ কতো আশা ছিলো
স্মৃতিরাঙা জমিনের রক্তলাল ধুলিকণার
আশা ছিলো বুক ভরে শ্বাস নেবার
ইথারে ঢেউ খেলা মুক্ত কণ্ঠধ্বনির তোড়জোড়
ফুলে ফলে ছয় ঋতু বৈচিত্রে
কণ্ঠে কণ্ঠে কলকলে ঝরনার স্রোতের গান ।


এখনতো আর হানাদার ওরা নেই
তবুও কেনো …
খুঁজতে হয় হৃৎপিণ্ডচেরা নিরুদ্দেশের ঠিকানা
ছন্নছাড়া উর্দির কালাকানুন নিপীড়ন
মুখ চেপে অসহায় নীরবতা
প্রহসনের কারসাজি, ডাকাতের পেশীবলে
ছিনিয়ে নেয়া মতামত
বিচারালয়ে রাজনীতির ব্যভিচার
স্কন্ধে স্কন্ধে গেড়ে বসা স্বৈরাচার
নাগরিকের বিভাজন - কেউ কেউ প্রথম শ্রেণীর
বাকিরা সব তৃতীয় শ্রেণীর ।


আজও কেনো …
শুষে নেয়া শেষ সামর্থ্য-সক্ষমতা
গ্রাস করে ক্রমাগত ঝোলায় ভরা
ঝোলাগুলো হেলেদুলে দিগন্তে পাড়ি দেয়া
কতোকাল আর
গহিন সমুদ্রের নীরবতা হতেও
আকাশের ওপার মহাশূন্যতা হতেও
শুনতে হবে চিৎকার
আহারে ! আমার মাতৃবুক - প্রাণের বাংলাদেশ ।


ফিরোজ, মগবাজার, ০৮/০২/২০১৯