তোমরা দখলদার - নিপীড়ক
আমরা মুক্তিকামী - লড়াকু - নির্ভীক
তোমরা বহুদূর আকাশের ডানা হতে বোমা ফেলো
হাসপাতালে মানবতার কলিজা ছিঁড়ে রক্ত পান করো
আমরা হাজার সুড়ঙ্গ হতে প্রতিরোধ করি
তোমাদের বারুদের নলগুলোকে-
দুমড়ে মুচড়ে ভেঙ্গে ফেলি, ধ্বসিয়ে দেই নিপীড়ন কেন্দ্রগুলোকে
তোমাদের দাঁতে-মুখে নারী আর শিশুদের খুন লেগে থাকে
আমরা বোমায় বিধ্বস্ত ধূসর আবাস হতে-
শুভ্রতার পাখনা মেলি, উড়ে যাই কাঙ্ক্ষিত জান্নাতে
তোমরা মৃত্যু ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে যাও
আমরা মৃত্যু নিশ্চিত জেনে হাতে হাতে পরিচয় লিখে রাখি
শহীদি তামান্নাতে ময়দানে দাপিয়ে বেড়াই
অতঃপর তোমরা দখলদারের, নিপীড়কের-
আত্মরক্ষার অধিকারের কথা বলো
সাঁজোয়া যান, যুদ্ধ বিমান, নৌবহর নিয়ে ছুটে আসো
আমরা নির্যাতিত মুক্তিকামীদের-
আত্মরক্ষার অধিকারে - স্বাধীকারে শ্লোগান তুলি …।


ফিরোজ, মগবাজার, ১৯/০৯/২০২৩