নিভৃত পল্লী-নিকুঞ্জে ফেলে আসা স্মৃতি
লণ্ঠনের টিমটিমে কম্পিত আলোতে আমার মায়ের সংগ্রামী মুখাবয়ব
ভিত্তিমূল দৃঢ় করে দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ
সুবিস্তীর্ণ ধানক্ষেতে সবুজের ঢেউ খেলানো উদারতা


সইতে হবে, সয়ে যেতেই হবে
হাজারো কীট-পতঙ্গের উৎপাত-বিড়ম্বনা
বটবৃক্ষের আশ্রয়ে যে ওদের বসবাস


চৈত্রের কাঠফাটা নিষ্ঠুর ঘামঝরা রৌদ্রে
বিশাল অবারিত খোলা তেপান্তর মাড়িয়ে যাবার পর
রিজিকের সন্ধান, আয়োজন …
মহীরুহও নিঃস্বার্থ ছায়া দিয়ে দূর করে মুসাফিরের ক্লান্তি


রোদ, বৃষ্টি, ঝড়, বেদনা, রোগ-শোক, মুসিবত উপেক্ষিত
অব্যাহত ক্লান্তিহীন অবিরাম যাত্রা
বিষণ্ণ গ্রীষ্ম দুপুরেও সময় থেমে থাকে না


নিভৃত পল্লী-নিকুঞ্জে ফেলে আসা স্মৃতি
প্রভাত, সন্ধ্যা, দিন, রাত্রিতে জায়নামাজে দাঁড়িয়ে থাকা
আমার মায়ের নিবেদিতা কৃতজ্ঞ মুখ …


The Kept Spirit


Memories left in a solitary house of village
My mother's struggling face in the dimness trembling light of the lamp
A banyan tree stands with a strong foundation
The generosity of playing green waves in the widest paddy fields


I will stand, I have to bear
Annoyance and trouble of thousands of worms and insects
Because, they live in the shelter of the banyan tree


In the cruel sweaty scorching rays of the sun of a month of summer
After passing the far-flung open and unprotected wilderness
The foodstuff are found out and organized …
The giant tree also removes the fatigue of the traveler with selfless shadow


Sun rays, rain, storm, pain, disease, grief, calamity, all are ignored
Continuing tireless and endless journey
The time is not stopped at the noon of gloomy summer


Memories left in a solitary house of village
Standing on a prayer’s mat in the morning, evening, day and night
My mother's face was found devoted and grateful …


ফিরোজ, মগবাজার, ৩০/০৪/২০২০