আপন জনতার সীমাহীন ত্যাগ
লাখো শহিদের এক সাগর রক্ত মাড়িয়ে
বিনিময়ে পেলাম ভারী সাধের স্বাধীনতা ।


স্বাধীনতার অভিমতি সত্য ও সুবিচার
সত্য-সুবিচারের অভিমুখ শান্তি
অতঃপর পরিপূর্ণ শান্তির জীবন ।


হে কুরসি, ভীষণ অস্থির - চঞ্চল এখন
সত্যের ধ্বজা ধরে আজ বড়ই উচ্চকণ্ঠ
অথচ কৌশলী ছলনায় তুমিই হরণ কর স্বাধীনতা
সত্য দিকহারা পথে, সুবিচারের ভিত কেঁপে নড়বড়
বিভ্রান্তির মনোদিগন্তে ঝুলছে “কারণ, যুক্তি, ক্ষুধা, আবেগ”
হায়-রে শান্তি !
হায়-রে স্বাধীনতা !
হায়-রে পরিপূর্ণ শান্তির জীবন !


কুরসি-বচনের নিষ্পেষণ - প্রতিকার কী !
কর্তৃত্বের অযাচিত প্রয়োগ - প্রতিরোধ কী !


নিজেকে সত্য বলো, মিথ্যা কাছে আসবে না
বিবাদী নিজেকে করো, অবিচার মুখ তুলবে না
স্বাধীনতার সুখ দাও, তোমাকে সংশোধন করবে ।


“স্বাধীনতা, সত্য, সুবিচার” গড়ে ওঠে শান্তির রাজ
অতঃপর পরিপূর্ণ শান্তির জীবন ।


ফিরোজ, মগবাজার, ১৯/১২/২০১৮