মনের পাতায় মান্যবরে
চোখের পাতায় মনিব
সুখের পাতা না থাকলে
সেইতো ভীষণ গরিব ।


অনটনে ভুখা যে জন
সে-ও সুখী হয়
অর্থকড়ির বহর নিয়ে
কেউবা সুখী নয় ।


পরের তরে ধরনা দিয়ে
যেজন পড়ে রয়
অঢেল ধনের মালিক হয়ে
সেজন ধনী নয় ।


ধৃষ্ট আচার, ‍অবিনয়ী
দিশেহারা, কাতর
অধিক গৌরব, অহঙ্কারে
সম্বল হারায় তার ।


বৈধ ধনে শিষ্ট স্বাধীন
নেইকো কোন ভয়
ভক্তি শ্রদ্ধা পায় যেজন
সেজন সার্থক হয় ।


ফিরোজ, দিলকুশা, ২৭/০১/২০১৬