কোথায় গেল ভালোবাসা - পৃথিবীর মা !
কোথায় হারালো আগলে রাখা ছাতা - পৃথিবীর পিতা !
পা ফেললে রক্তে ভেজে, শূলাগ্রে এফোঁড়-ওফোঁড়
ঊর্ধ্বে তাকালে সংকীর্ণ আকাশ, তীব্র ঝলসানো আগুন
আশ্রয়ের ঘর - শেল পড়া ধ্বসে যাওয়া কংক্রিট
সিরিয় শিশুর নিঃশ্বাসে শোক, পচন ধরা দুর্গন্ধ
চোখে মুখে ভরে আছে বিষাদিত গরল
আঁকড়ে ধরা ভূমি - রনাঙ্গনের পোড়ামাটি হাবিয়া
বিক্ষুব্ধ ঊর্মি-ক্রোধে হামলে পড়ে সাত মহাসমুদ্র
সাত জাহান্নামের লোভাতুর লকলকে জিহ্বা
উগ্র নিঃশ্বাসে কেবল জ্বলনের ধোয়া ওড়ে …


কতটা হাহাকার উঠলে - মেঘেরা বৃষ্টি দিবে !
কতটা প্রলয়ের পরে - সাত সমুদ্র শান্ত হবে !
কতটা শোকাহত কান্না শেষে - জাহান্নামের আগুন নিভে যাবে !
বাতাসে সকরুণ প্রশ্ন ভাসে
ভালোবাসার পাখনা কী ভেঙ্গে গেছে - পৃথিবীর মা যারা !
ছায়া দেবার ছাতা বেহাত কেন - পৃথিবীর যত পিতা?


ফিরোজ, মগবাজার, ১৮/১০/২০১৮