পূবাকাশে লাল রবি আলো যেনো হাসে
আমাদের হাসি খুশি ছিল আশেপাশে
ফুল কলি কোলাহল গীতি সুমধুর
রহমতের বৃষ্টিতে ভাসাতো সুদূর।


ঘিরে ধরে কালো ছায়া অতিশয় হীন
ধীরে ধীরে সুখ ছবি হয়ে যায় লীন
যদি হও ওর লোক জানালায় ভোর
আকাশে প্রদীপ জাগে কাটে সব ঘোর
সাবলীল গতিপথ সাবলীল মন
গাড়ি বাড়ি মনোরম অপরূপ ক্ষণ।


অনিয়মের তন্ত্রীতে ভয়ানক সুর
সেদিনের ভোরাকাশ গেলো বহুদূর
কারো বুকে চাপা ব্যথা কারো মুখ বন্ধ
অবিরত চোখে জল কারো চোখ অন্ধ।


কানে লও কথাগুলো সুদূরের ভাষা
কেটে যাবে কালো ঘোর আজো মনে আশা।


ফিরোজ, মগবাজার, ০৫/০২/২০২১