পানিতে পিপাসা নিবারণ
সেই পানি নদী কিংবা সাগরে উত্তাল ঢেউ
শঙ্কিত হই, ঢেউয়ে ঢেউয়ে কখন যেন সলিল সমাধি
বাহিত জীবাণুতে দেহের ধ্বংসাবশেষ …


নারী কী তরল !
নারী মা, নিবিষ্টা আশ্রয়ের আঁচল
নারী মেয়ে, অন্তরে প্রশান্তির মোলায়েম পরশ
নারী ভগিনী, স্নেহ মায়া ভালোবাসার নিদর্শন
প্রেয়সীও সেই নারী, তৃষিত মনে মনোরঞ্জিনী
বিগড়ানো প্রেয়সী আয়ুকে গিলে খায়
শঙ্কিত হই, এই বুঝি ক্ষয়ে ক্ষয়ে জীবনের শেষ
নারীও কী তরল !
বারবার ফিরে আসে তরলে গরল ভয় …


ফিরোজ, দিলকুশা, ১৪/০৩/২০১৯