বাংলাদেশ, প্রাণের স্পন্দন
ভাগীরথি - গঙ্গা বিধৌত গঙ্গারিডের উর্বর ভূমি
আমার সত্তায় মিশে থাকা বদ্বীপ
সাত সমুদ্র পার সুদূর প্রবাসে অধীর প্রত্যাশায় এখানে আমি
আকাঙ্ক্ষায় আমি চিৎকার করছি
বাংলাদেশ, তোমার জন্য কণ্ঠে আসে চিৎকার ধ্বনি
কিন্তু সে কান্না বিলাপ হয়ে ফিরে আসে
ফেটে পড়া বিকট এক প্রতিধ্বনি
মনে হলো আমি বিশাল ধু-ধু প্রান্তর পার করেছি
ক্ষয়িষ্ণু পৃথিবী আমার কান্না দেখে না
অঙ্গে প্রত্যঙ্গে ম্যালেরিয়ার কাঁপুনিতেও
তাদের থেকে শুধু ধ্বংসই নেমে আসবে
কেবল গাড়ি বোঝাই পাথরের নীরবতা
পাথর কোন মেওয়া নয়
এমন কি কারো কারো বসন্তও তেমন
পাথর কী মেওয়া হয় ! তাজা বাতাসও কী মেওয়া হয় !
পাথরগুলো রক্ত ও চোখের পানিতে ভিজে যায়
আমার কান্না একটি পাথর খণ্ড
আমার মুখও একটি স্থির পাহাড়
আমার পা অনাবশ্যক ইতস্তত ঘুরে বেড়ানো দমকা হাওয়া
বুক চিরে দেখো
হৃৎপিণ্ডটা হয়ে আছে বদ্বীপ


ফিরোজ, মগবাজার, ১৮/১০/২০১৯