বহুকাল পর ভালোবাসার একটা সুর্যোদয় দেখার আশায়
রাতভর অন্ধকারের সাথে অবৈধ্য মেলামেশা করে জেগে ছিলাম,
ভোরের আলো , পাখির কিচিরমিচির, হকারের সস্তা আবদার, সকালের সতেজতা আর যার জন্য ভালোবাসা জমানো তার দেখা পেলাম,
কিন্তু ভালোবাসার সূর্যের দেখা নেই,
হঠাৎ টের পেলাম প্রকৃতি তার নিয়মে নেই,
আবার অন্ধকার ঘনিয়ে এলো, দিনের বেলায় রাত নেমে এলো,
টের পেলাম, রাত জেগে জমানো ভালোবাসা গিলে খেয়েছে অনাহুত আগত এক অন্ধকার।


শামিম ইশতিয়াক
ময়মনসিংহ।