"তুমি আসবে"
------শামিম ইশতিয়াক
তুমি আসবে বলেছিলে সেদিন,
হাতের তালুতে হাত, চোখের মনিতে চোখ রেখে বলছিলে  
"বোকার মত কাদিসনেতো, কয়টা মাত্র দিন দেখতে দেখতেই কেটে যাবে..."
আজো অপেক্ষায় কাটে আমার প্রতিটাক্ষন,
হালকা কুয়াশার প্রতিটা সকাল,
মিষ্টি রোদের অলস দুপুর,
কফি হাতে নিয়ে পড়ন্ত বিকেল,
ঘুমহীন নষ্ট রাত,


আমি জানি তুমি আসবে,
কোন এক পড়ন্ত বিকেলের রোদ হয়ে,
রাতের নীরবতায় ঘুম হয়ে,
আমি জানি তুমি আসবে
পাতাহীন বৃক্ষের ফুল হয়ে
ঝড়ে পরবে ভালবাসা হয়ে আমার জমিনে।


আমি জানি তুমি আসবে,
কোন এক প্রশান্ত সকালে
ঘুমের সাথে আড়ি বাধিয়ে,  
তোমার শীতল স্পর্শ দিয়ে,
বাতায়নের পর্দা টেনে
রবির কিরণ মুখে ছড়িয়ে,
জাগিয়ে দিবে আমায়,
অত:পর  ভালবাসা হয়ে লেপ্টে যাবে আমার জমীনে.


এইতো কুড়ি বছর আগেই,
ঝিলের পাড়ে হাটু পানিতে পা ডুবিয়ে বলেছিলে,
আমায় ভালোবাসবি? আমার জন্য কবিতা লিখবি?
আমি লজ্জ্বায় পালিয়ে ছুটে বেচে ছিলাম সেদিন,
ভেবেছিলাম আনমনে,
এত ভালবাসা আসে কোথা হতে!
এত প্রেম ফুঁটে কোন প্রেমকাঁননে !
এতই  যদি ভালোবাসাবাসি তবে ছিড়ে ফেলা ফুলের মত ভালোবাসাগুলো আধমরা হয়ে যায় ই কেন?
এতই যদি ভালোবাসাবাসি তবে কথা দিয়ে কেন অপূর্ণতা দখলে নিয়ে যায় এই মন?
এত বছর পর আমি এখন নতুন করে জানি,
খুব ভালো করেই জানি তুমি আসবেনা,
কখনই আসবেনা,
তবুও আমি অপেক্ষা করি,
অপেক্ষা যেনো হয়েছে মোর প্রিয় বদঅভ্যাস।
শামিম ইশতিয়াক
ময়মনসিংহ