আমার  শহরচিত্র
                     -  শামীম রেজা


এভাবে বসে থাকতে যায় বেলা,
যদিও থাকে অনেক কাজ অনেক ঝামেলা,
কি ভাবে হবে এই সমস্যার সমাধান
অনেক আছে জল্পনা কল্পনা,
আছে যদিও পরিকল্পনা,


বাস্তবে একটিও নেই
শুধু আছে পরিকল্পনা,
পরিকল্পনা আর পরিকল্পনা-
করতে যায় বছর দিন বেলা।
যাদের দরকার তারা পায় না,
শুধু পায় কষ্ট আর অবহেলা।


শুনেছি অনেক বলেছে অনেক
হয়ে গেছে আজ মুখস্ত,
কাজে নেই একজনও
শুধু কথায় বলে সেই নির্লজ্জ


দাড়িয়ে আছি আমরা এখনো
শুনছি  তাদের কথা,
আমরা কেমন বাঙালী
বলি না  কোন কথা,
কি করে না করে দেখবার সময় নেই  
আছে অনেক কাজ আছে অনেক ঝামেলা,


তাই বলে কি আমরা বলবোনা কোন কথা?