অচেনা পরী
               - শামীম রেজা


পরী পরী বলি যারে
হয়নাতো আপন,
সবার মাঝেই থাকে পরী
বোঝেনা তো কোন জন।


পরী এখন পর হয়েছে
বলেনা কোন কথা,
নিজের মাঝেই হারিয়ে যাচ্ছে  কি?
পরির ওই ঠিকানা?


পরী পরী বলবো যারে
পর হয়েছে এখন,
সপ্নের মাঝেই ঘুরেফিরে
কথা কয়না এখন ।


আমি তো আজ  আগের মতই
খুঁজি তারে রোজ,
দিন ফুরিয়ে রাত এসে যায়
পাইনা যে তার খোঁজ   ।


মনের মাঝেই ছবি আকিঁ
কল্পনার ওই রঙ তুলিতে
নিন্দ্রা হতে জেগেই দেখি,
রংতুলিতে  ছবি আছে ঠিকিই !!
নেইযে তার আভাস!